অধ্যক্ষের বাণী
যুগে যুগে অনেক মনীষি ও গুণীজনের জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীন জনপথ মুক্তিযুদ্ধের তীর্থভূমি কসবা উপজেলা। গুণীজন বেষ্টিত প্রত্যন্ত ও এলাকায় সুপারিশের জায়গার উপর আধুনিক অবকাঠামো সম্বলিত কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠা করেন ক্ষণজন্মা পুরুষ বিশিষ্ট আইনজ্ঞ, রাজনীতিবীদ পাকিস্তান আমলের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মন্ত্রী ও রাষ্ট্রদূত জনাব তফজ্জল আলীর (টি.আলী) নাম করণে তার সুযোগ্য সন্তান কসবা রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ও সংসদ সদস্য মরহুম লিয়াকত আলী। এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যদিয়ে এলাকার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। উপকৃত হয়েছে গ্রামের সাধারণ মানুষ যাদের সন্তানদের শিক্ষার জন্য তৎকালিন জেলা সদর সুদূর কুমিল্লায় যেতে হত। আমি সেই মহান ব্যক্তিগণের অসামান্য অবদানের জন্য আত্মার মাগফেরাত কামনা করছি।
আজকের ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। কলেজে সাহিত্য চর্চা কিংবা সাহিত্য ভাবনা, চিন্তা চেতনা, তথা অন্তরে লালিত স্বপ্ন প্রতিফলনের সুযোগ এনে দেয়। তাই সাহিত্য প্রকাশনার গুরুত্ব অপরিসীম। পড়ালেখার পাশাপাশি শিল্প ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মন মানসিকতা সুন্দর, উদার ও উন্নত করতে সহায়তা করে।
পরিশেষে কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করছি।
.
মো. আবুল কালাম আজাদ